এসেছে চেইন ছাড়া সাইকেল  

7

বাইসাইকেলে বিদ্যুৎ যুক্ত হয়েছে অনেকে আগে। এবার পুরোনো কিছু বাদ দেওয়ার পালা। সেই ধারায় প্রথম মাইলস্টোন ম্যান্ডো ফুটলুজ ই-বাইক।

এক খবরে বিবিসি জানিয়েছে, সম্প্রতি বাজারে আসা এই বাইসাইকেলটিতে কোনো চেইন নেই।

এর বদলে আছে বিশেষ মোটর, যা প্যাডেল মারতে সহায়তা করে। এর ফলে উৎপন্ন শক্তি সাইকেলটিতে সংযুক্ত লিথিয়াম ব্যাটারিতে জমা হয়।

এই ব্যাটারি একবার চার্জ দিলে প্যাডেলিং ছাড়াই ১৮ মাইল পথ পাড়ি দেওয়া যাবে এবং প্যাডেল ঘুরালে ২৮ মাইল। তবে এর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৫ মাইল।

চেইন না থাকার কারণে এ বাইসাইকেলটি ভাঁজ করে ফেলা যায়। যে কোনো ঘরোয়া প্লাগের সাহায্যে এর ব্যাটারি রিচার্জ করা যাবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ ই-বাইক পাওয়া যাচ্ছে। এটি কিনতে খরচে হবে ৪ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় সোয়া ৩ লাখ টাকা।

মন্তব্য