পলাশীর যুদ্ধ কখন, কাদের মধ্যে হয়েছিল?

8489
polashir-juddho
পলাশীর যুদ্ধ

বাংলাদেশ, তথা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে পলাশীর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা।এই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে এ অঞ্চলে ইংরেজ শাসনের শুরু হয়েছিল।বাংলা হারিয়েছিল তার স্বাধীনতা।বাংলাসহ ভারতের বিভিন্ন অঞ্চলকে শোষণ ও সম্পদ লুঠ করে ধনী হয়েছে ইংল্যান্ড।

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই যুদ্ধটি হয়েছিল পলাশী নামের জায়গায়। এ কারণে এটি পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ হয়।

যুদ্ধে নানা কূটকৌশল ও ছলচাতুরীর আশ্রয় নেয় চতুর ইংরেজরা। সিরাজউদ্দৌলার কয়েকজন মন্ত্রী ও সেনাপতিকে ক্ষমতা ও অর্থের লোভ দেখিয়ে তারা কিনে নেয়। যুদ্ধে তারা সক্রিয় না থেকে ইংরেজদের সহায়তা করে।এতে সিরাজউদ্দৌলা পরাজিত হন। বাংলা তার স্বাধীনতা হারায়। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

মন্তব্য