গরমে ছোটদের পোশাক

39

ভাদ্রের গরমে নাকি তাল পাকে। তাল পাকুক বা না পাকুক এ গরমে আমাদের জীবন ঠিকই ওষ্ঠাগত। তবে সবচেয়ে কষ্ট ছোটদের। তার মধ্যে পোশাকটি যদি উপযোগী না হয় তাহলে এ কষ্ট আরও বেড়ে যায়।

গরমে শিশুদের পোশাক নির্বাচনে সতর্ক হতে হবে। এ সময়ে সিনথেটিক ধরনের কোনো পোশাক না পড়ানোই ভালো।

গরমে শিশুদের জন্য ঢিলেঢালা সুতি কাপড়ের পোশাকই ভালো। আঁটোসাটো পোশাকে গরম অনেক বেড়ে যায়। হাসফাঁস করতে হয়। পোশাক ঢিলাঢালা হলে তার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে।

সূতি পোশাক কিছুটা স্বস্তি দিতে পারে। সূতি কাপড়ের শোষণ ক্ষমতা বেশি হওয়ায় তা শরীরের ঘাম শুষে নেয়। তাতে শরীর চটচটে বা আঠালো হয় না।

রংয়ের ক্ষেত্রেও কিছু বিবেচনা থাকা উচিত। এ সময়ে কালো বা গাঢ় রংয়ের পোশাক না পড়ানোই ভালো। কারণ কালো রং তাপ শোষণ করে। সাদা ও হালকা রংয়ে এ সমস্যা নেই।

মন্তব্য