আমাজানের আদিবাসী

107

আমাজান জঙ্গল নিয়ে গল্পের শেষ নেই। শেষ নেই রহস্যের। এখনও নতুন নতুন বিষ্ময়ের দেখা মিলে এ জঙ্গলে। সম্প্রতি এ জঙ্গলে এমন এক মানবগোষ্ঠির খোঁজ মিলেছে যারা এখনও কাপড় পরতে শেখেনি।
জানা গেছে, ব্রাজিলের অ্যাকরি রাজ্যের পেরুর সীমান্ত ঘেঁষা অঞ্চলে আমাজান জঙ্গলের গভীরে প্রাচীন ওই উপজাতির বাস। এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই সভ্য দুনিয়ার। বিজ্ঞানের উন্নতি, সভ্যার বিকাশ- কিছুরই প্রভাব নেই এ মানুষগুলোর জীবনে।
সম্প্রতি বিমান থেকে আদিম ওই মানবগোষ্ঠীর ছবি তুলেছে ব্রাজিলের একটি টহল দল।
আমাজনের তীরবর্তী দেশগুলোর মধ্যে ব্রাজিলের বেশ উন্নত। এদের আর্থিক অবস্থা ভালো। তাই জঙ্গল দিয়ে সীমানা পেরিয়ে অনেক দেশ থেকে অবৈধভাবে লোকজন ঢুকে পড়ে ব্রাজিলে। ব্রাজিল সরকার এটা চায় না। তাই তারা স্থলে পাহারার পাশাপাশি আকাশে বিমানের মাধ্যমে টহল দেয়। আর এমন একটি টহল বিমানের যাত্রীরা হঠাৎ একদিন বেশ চমকে উঠে। তারা দেখতে পায় নিচে একটি কুঁড়েঘরের ভেতরে কিছু মানুষ। তারা বিষ্ময় ভরা চোখে তাদের টহল বিমানের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ বিমানকে ভয় দেখাতে তাক করছে তাদের হাতের বর্শা। এদের কারো গায়েই কোনো পোশাক নেই।

মন্তব্য