
প্রাণির যখন প্রাণ আছে, তখন কিছু অনুভূতি তো থাকবেই। মানুষের মতো এরাও পরিশ্রমে ক্লান্ত হয়, ক্ষুধায় দুর্বল। ওদেরও ইচ্ছে করে একটু আয়েস করতে। একটু জিরিয়ে নিতে। অন্যের কাঁধে বা পিঠে চড়ে কিছুটা পথ পাড়ি দিলে অথবা একটু প্রকৃতি ভ্রমণ হলে মন্দ কী। সচরাচর ঘটে না বলে প্রাণিদের এমন ভ্রমণ বিলাস বা আয়েসীপনা কিন্তু একেবারে বিরল নয়। এর কোনো কোনোটি আবার কৌতুহলী মানুষের চোখে ধরাও পড়ে যায়। আর সে মানুষটির হাতে যদি ক্যামেরা থাকে, তাহলে ওই বিরল ঘটনা ফ্রেমবন্দী হতেও সময় লাগে না।
বিভিন্ন দেশে সাংবাদিকসহ কৌতুহলী মানুষের ক্যামেরায় ধরা পড়া এমন কিছু দুর্লভ ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ইনডিপেনডেন্ট। সেখান থেকে বেছে আমরা কয়েকটি ছবি প্রকাশ করছি-
শুয়ো পোকার পিঠে ব্যাঙের আয়েস

একটু জিরিয়ে নিই

কাকের বাহন চিল?
ব্যাঙ হল সারথি
