আয়েশের ইচ্ছা ওদেরও হয়

83
monkey-parrot
ম্যাকাউ পাখির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে চালাক বেবুন।

প্রাণির যখন প্রাণ আছে, তখন কিছু অনুভূতি তো থাকবেই। মানুষের মতো এরাও পরিশ্রমে ক্লান্ত হয়, ক্ষুধায় দুর্বল। ওদেরও ইচ্ছে করে একটু আয়েস করতে। একটু জিরিয়ে নিতে। অন্যের কাঁধে বা পিঠে চড়ে কিছুটা পথ পাড়ি দিলে অথবা একটু প্রকৃতি ভ্রমণ হলে মন্দ কী। সচরাচর ঘটে না বলে প্রাণিদের এমন ভ্রমণ বিলাস বা আয়েসীপনা কিন্তু একেবারে বিরল নয়। এর কোনো কোনোটি আবার কৌতুহলী মানুষের চোখে ধরাও পড়ে যায়। আর সে মানুষটির হাতে যদি ক্যামেরা থাকে, তাহলে ওই বিরল ঘটনা ফ্রেমবন্দী হতেও সময় লাগে না।

বিভিন্ন দেশে সাংবাদিকসহ কৌতুহলী মানুষের ক্যামেরায় ধরা পড়া এমন কিছু দুর্লভ ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ইনডিপেনডেন্ট। সেখান থেকে বেছে আমরা কয়েকটি ছবি প্রকাশ করছি-

শুয়ো পোকার পিঠে ব্যাঙের আয়েস

Frog-woodboring-beetle
শুয়ো পোকার পিঠে চড়ে আয়েস করছে সোনালী ব্যাঙ। ছবিটি ইন্দোনেশিয়ার বাহাস অঞ্চলের

একটু জিরিয়ে নিই

Seagull-Pig
বাহামায় শুকরের পিঠে চড়ে একটু জিরিয়ে নিচ্ছে একটি সিগাল পাখি

কাকের বাহন চিল?

crow-eagle_1

ব্যাঙ হল সারথি

turtle-frog

Damselfly-Snake
সাপের মাথায় ফড়িং

 

Bird

monkey on dear

Raccon-Crocodilemantis-snail

Terrapin-crocodile

মন্তব্য