সমুদ্রে নামছে ভাসমান গবেষণাগার

4

সমুদ্র নিয়ে গবেষণার জন্য ভাসমান গবেষণাগার বানাচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি। সি অরবিটার নামের ওই গবেষণাগারটি আসলে একটি সর্বাধুনিক জাহাজ।এতে থাকছে উচ্চ প্রযুক্তির নানা যন্ত্রপাতি। আগামী ২০১৬ সালে সাগরে ভাসানো হবে সিঅরবিটার।খবর কিডস ন্যাশনাল জিওগ্রাফিকের।

floating-lab
ভাসমান গবেষণাগার

১৯০ ফুট লম্বা ওই জাহাজের অর্ধেক ভাসবে পানির উপর।আর বাকী অর্ধেক পানির নিচে ডুবে থাকবে।এতে থাকবে ল্যাবরেটরি কক্ষ, সভা কক্ষ।থাকা-খাওয়ার জন্য আলাদা আলাদা কক্ষ থাকবে। এছাড়া জাহাজের ডেক থেকে ডাইভিং করার সুবিধা থাকবে।
সিঅরবিটার মোবাইল ল্যাবরেটরি হিসেবে কাজ করবে।বিজ্ঞানী ও অন্যান্যরা এখানে থেকে সমুদ্র নিয়ে গবেষণা করতে পারবেন।
জাহাজটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা।

মন্তব্য