স্বপ্নঘুড়ি/জিয়া রহমান
স্বপ্নগুলো ঘুড়ি হয়ে উড়ছে দ্যাখো নীল আকাশে
এই ঘুড়িটা কল্পলোকের এই ঘুড়িটা লাটাই ছাড়া
এই ঘুড়িটা বাউণ্ডুলে খুব বেয়াড়া বাঁধন হারা
নানা রঙের ঘুড়ির কাছে এ পৃথিবী খুব ফ্যাকাশে।
তেপান্তরের মাঠ ছাড়িয়ে অনেক দূরে অনেক দূরে
পেরিয়ে নদী, বন-বাঁদার আর পাহাড় চূড়া
কিংবা ধরো তপ্ত মরু, শক্ত মাটি আগুনপোড়া
ছুটছে ঘুড়ি লাগাম ছাড়া, সকল বাধা তুচ্ছ করে।
এই ঘুড়িটা মঙ্গলে যায়, এলিয়েনের দোস্ত সাজে
লাল মাটিতে খেলা করে, বেড়ায় হেঁটে দৃপ্ত পায়ে
ধূমকেতুকে বাহন বানায়, গ্রহাণু দেয় শক্তি গায়ে
নিত্য নতুন সঙ্গী খুঁজে লক্ষ কোটি তারার মাঝে।
এই ঘুড়িটা অবাক করা, বিষ্ময়ে চোখ বন্ধ হবে
আকাশ ছেড়ে ঘুড়ি ছুটে নীল সাগরের গহীন জলে
লোনা জলে গা ভেজে না,কাটে সাঁতার সাগর তলে
এমন ঘুড়ির খবর বলো কে শুনেছে, কোথায় কবে?
আজব ঘুড়ির খবর তোমায় দিচ্ছি আমি কানে কানে
সবার বুকেই ঘুড়ি থাকে, ঘাপটি মেরে চুপটি করে
চোখ থেকেও অন্ধ যারা, ঘুড়ির খোঁজে হাতড়ে মরে
একটু যারা অন্যরকম ঘুড়ির খবর তারাই জানে।