প্রশ্নঃ সামাজিকীকরণ কী?
উত্তরঃ সামাজিকীকরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার একটি শিশু সমাজের সদস্য হিসেবে গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফের মতে, ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলতে শেখে, তা-ই সামাজিকীকরণ। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এ প্রক্রিয়ার মধ্যে থাকে।তবে শৈশব ও কৈশোরে এ প্রক্রিয়া সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।
জন্মের পর শিশু একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে সমাজের আচার-আচরণ, ধ্যান-ধারণা, মূল্যবোধ প্রভৃতি রপ্ত করে। সমাজের সাথে খাপ খাওয়ানো, আচার-আচরণ ও নীতি-নৈতিকতা শেখার এ প্রক্রিয়াই সামাজিকীকরণ।
জন্মের পর শিশুকে সমাজের আচার-আচরণ, মূল্যবোধ প্রভৃতি রপ্ত করে সমাজের সদস্য হতে হয়। শিমুলের ক্ষেত্রেও তা-ই হয়েছে। জন্মের পর সে প্রথমে মা-বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছে। পরে স্কুলের শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকেও নানা বিষয়ে ধারণা পেয়েছে। এভাবে সে সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে উঠেছে। সমাজের সদস্য হিসেবে গড়ে ওঠার এ প্রক্রিয়াই সামাজিকীকরণ।