লালগ্রহে ভারত

7
mars
মঙ্গলগ্রহ

মঙ্গলে প্রথম অভিযানেই সফল ভারত। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে ওই গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের নভোযান-মঙ্গলযান।গত ২২ সেপ্টেম্বর এ যান মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছে। আর সেদিনই পাঠাতে শুরু করেছে গ্রহটির নানা ছবি।

ঐতিহাসিক ওই মুহূর্তে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ৮ টায় মহাকাশযানটি কক্ষপথে প্রবেশের সঙ্গে সঙ্গে সবাই আনন্দে ফেটে পড়ে।

উল্লেখ, মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। লাল মাটির এ গ্রহটি নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মঙ্গলে প্রাণ আছে কি-না, সেখানে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ আছে কি-না তা নিয়ে চলছে দীর্ঘ গবেষণা। আর এর অংশ হিসেবে গ্রহটিতে পাঠানো হচ্ছে বিশেষ যান।ভারত নিয়ে চারটি দেশ মঙ্গলে যান পাঠিয়েছে।এশিয়ায় ভারতই একমাত্র দেশ হিসেবে সফল হয়েছে।

মন্তব্য