
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নকাঠামো অনুসারে গণিতে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর থাকবে। এ ধরণের প্রশ্ন থাকবে ১০টি। আর সবগুলোরই উত্তর দিতে হবে তোমাদেরকে। তোমাদের প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হল-
প্রশ্ন: ল. সা. গু নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি কী?
উত্তর: ল. সা. গু বা লগিষ্ট সাধারণ গুণিতক নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উত্পাদকের সাহায্যে ল. সা. গু নির্ণয়েরই একীভূত রূপ।
প্রশ্ন: ১২, ২৪, ১৮-এর গ.সা.গু. কত?
উত্তর: ৬।
প্রশ্ন: ২৪ ও ৩৬-এর গ.সা.গু. কত?
উত্তর: ১২।
প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি?
উত্তর: ১০টি।
প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?
উত্তর: অক্ষর প্রতীক বা অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করে এমন প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।
প্রশ্ন: সংখ্যা প্রতীক কোনগুলো?
উত্তর: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০
প্রশ্ন: ‘>’ এটা কী প্রতীক?
উত্তর: সম্পর্ক প্রতীক।
প্রশ্ন: অক্ষর প্রতীক কোনগুলো?
উত্তর: ক, খ, গ ইত্যাদি।
প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।
উত্তর: ( ), { }, [ ]
প্রশ্ন: ১৭ একটি মৌলিক সংখ্যা, কথাটি কী উক্তি?
উত্তর: সত্য উক্তি।
প্রশ্ন: সম্পর্ক প্রতীক কোনগুলো?
উত্তর: সম্পর্ক প্রতীকগুলো হলো:
>, =. <, <, >, ,
প্রশ্ন: সমহরবিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যেসব ভগ্নাংশের হর একই তাদের সমহরবিশিষ্ট ভগ্নাংশ বলে।
প্রশ্ন: সমলববিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যেসব ভগ্নাংশের লব একই তাদের সমলববিশিষ্ট ভগ্নাংশ বলে।
প্রশ্ন: অধঃক্রমে সাজানো কাকে বলে?
উত্তর: বড় থেকে ছোটক্রমে ভগ্নাংশগুলো পর পর লিখে সাজানোকে অধঃক্রমে সাজানো বলে।
প্রশ্ন: লব একই হলে, কোন ভগ্নাংশটি বড়?
উত্তর: যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়।
প্রশ্ন: হর একই হলে, কোন ভগ্নাংশটি বড়?
উত্তর: যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়।
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট, সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে।
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
প্রথম আলোর সৌজন্যে